সহায়তার আবেদন

সহায়তার আবেদন

দারুস সুন্নাহ ইসলামিয়া মাদরাসা টি খালেস দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান, এখানে শিক্ষার মাধ্যমে সাধারণত দেশের অবহেলিত, দু:স্থ, এতিম, গরীব ও অসহায়দের পুনর্বাসনের কাজ হয়ে থাকে।

এই শ্রেণীর শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে প্রায় ৭০ জনের মত আছে,  এই সকল শিক্ষার্থীদের অন্য বস্ত্র বাসস্থান,  কিতাবপত্র ও   ও চিকিৎসা ব্যয় বাবদ  প্রতি মাসে ২৮০,০০০/- দুই লক্ষ আশি হাজার টাকার মত ব্যয় হয়। এই ব্যয়ভার সাধারণত সমাজের বিত্তশালীদের প্রদত্ব যাকাত ফেৎরা ও মান্নত ও দান থেকেই বহন করা হয়। চলতি শিক্ষাবর্ষে এই খাতে এখনো প্রায় ৩,০৬০,০০০ ত্রিশ লক্ষ ষাট হাজার টাকার মত ঘাটতি রয়েছে, তাই সমাজের বিত্তশালীদের প্রতি আমাদের আকুল আবেদন এইযে, পবিত্র মাহে রমাযানে দানের হাতকে প্রসারিত করে আমাদের প্রতিষ্ঠানের লিল্লাহ খাতের এই ঘাটতি পূরণে সচেষ্ট হবেন বলে আমরা আশাবাদী।

arrow_upward