প্রতিষ্ঠাতা পরিচিতি

প্রতিষ্ঠাতা পরিচিতি

মাওলানা আমজাদ শাহ জুনায়েদ

দাওরা, উলূমুল হাদীস, ইফতা

জন্ম ও পরিবার :

বর্তমান কুমিল্লা জেলার অন্তরগত মনোহরগঞ্জ থানাধীন উলূপাড়া গ্রামের   এক সম্ভ্রান্ত  পরিবারে  ১৯৮৬ সালে জন্ম গ্রহণ করেন।
পিতার নাম: মাওলানা আনোয়ার  শাহ হেলাল

শিক্ষা জীবন:

দাদা ও মায়ের কাছে প্রাথমিক শিক্ষা অর্জনের পর  ১৯৯৩ সালে পার্শ্ববর্তী  গ্রামে   কাউলীপাড়া নূরাণী মাদরাসায়  মাত্র ৬ বৎসর বয়সে  ভর্তি  হন। 

১৯৯৬  সালে উচ্চ শিক্ষার জন্য  নোয়াখালী জেলার  বেগমগঞ্জ থানাধীন মীরওয়ারিশপুর হোসাইনিয়া মাদরাসায় ভর্তি  হন। সেখান থেকে ১৯৯৯ সালে ফেনী জেলার অন্তরগত পরশুরাম থানাধীন পশ্চিম অলকা ফারুকিয়া ইসলামিয়া মাদরাসায় অল্প কিছুদিন পড়ার  পর  সেই বছর ই ঢাকার রামপুরা জামিয়া কারিমিয়া মাদরাসায় ভর্তি  হন। সেখান থেকে ২০০১ সালে ঢাকার ঐতিহ্যবাহী সাত মসজিদ সংলগ্ন জামি‘আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসায় ভর্তি  হয়ে একাধারে ১০ বৎসর কৃতিত্বের সাথে পড়া লেখা সম্পন্ন করেন।    এবং ২০১০ সালে তাঁর উস্তাদ মুফতি মনসূরুল হক সাহেবের নির্দেশে কুমিল্লা জেলার অন্তরগত তিতাস থানাধীন হাইধনকান্দি গ্রামে চলে আসেন।

কর্মজীবন :

দারুস সুন্নাহ ইসলামিয়া মাদরাসায় প্রিন্সিপাল পদে যোগ দেওয়ার মাধ্যমে কর্মজীবন শুরু হয়। 

পাশাপাশি  ২০১৭ সাল থেকে অধ্যবদি ওলামাবাজারের হুজুর মাওলানা আব্দুল হালিম রহ. এর স্নেহভাজন খলিফা মৌলভী আব্দুল ওয়াদুদ রহ. এর প্রতিষ্ঠিত তা‘লীমুদ্দীন ওয়াদুদিয়া মাদরাসার সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

পারিবারিক জীবন:

পারিবারিক জীবনে তিনি ২ ছেলে ও ১ মেয়ের জনক। 

arrow_upward